বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

অনলাইন ডেঙ্ক / ৯ দেখেছেন:
আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর চারঘাট-বাঘা মহাসড়কের এছেরের বটতলায় এ ঘটনা ঘটে।

আহত তোজাম্মেল হক (৪২) উপজেলার চারঘাট পৌরসভার পিরোজপুর গ্রামের মৃত আজাহার আলী প্রামাণিকের ছেলে। তিনি চারঘাট পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে পুলিশ যাওয়ার আগে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের বরাদ দিয়ে ওসি জানান, পিরোজপুর গ্রামের রুস্তম আলী নামের এক ব্যক্তির সঙ্গে একই এলাকার মামুনুর রশিদ নামের অপর ব্যক্তির পারিবারিক বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার বিকালে কাকড়ামারী বাজারে রুস্তমের সঙ্গে মামুনের বাবিতন্ডা হয়। এ সময় তোজাম্মেল হক রুস্তম আলীর পক্ষ নিয়ে কথা বলে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বাজারের লোকজন তাদের সরিয়ে দেয়।

ওসি বলেন, সন্ধ্যার পর কাকড়ামারী বাজার থেকে তোজাম্মেল হক মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় এছেরের বটতলায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এর পর তারা তোজাম্মেল হককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, তোজাম্মেল হকের দুই পা, বাম হাত, বুক ও পেটে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে রেফাট করা হয়। শুক্রবার সকালে একটি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর