বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

তানোরে শিক্ষার্থীদের ল্যাপটপ ও শিক্ষাবৃত্তি বিতরণ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেঙ্ক / ১১ দেখেছেন:
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর তানোরে এ্যামেরিকা প্রবাসী আহম্মদ হোসেনের প্রতিষ্ঠা করা আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে উচ্চ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৪ জনকে ল্যাপটপ ও ১৫ জনকে ৬ হাজার টাকা করে দেয়া হয়।

শনিবার বেলা ১১টার দিকে তানোর উপজেলার নারায়নপুর দ্বীতৃয় উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করেন প্রধান উপদেষ্টার বিষেশ সহকারী শিক্ষা প্রতিমন্ত্রী প্রফেসর ড. আমিনুল ইসলাম।

আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠা এ্যামেরিকা প্রবাসী আহম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব, তানোর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, স্বর্ণপদক প্রাপ্ত আদর্শ কৃষক কৃষি বিজ্ঞানী নুর মোহাম্মদ প্রমুখ।

এসময় রাজশাহী বেতারের ধারাভাষ্যকার সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে নারায়নপুর দ্বীতৃয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর