নাটোরে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন
জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পূর্ন বহালের দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাব চত্তরে নাটোর শাখা এই কর্মসূচির আয়োজন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানায় হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা দীর্ঘ ১৬ বছর রাষ্ট্রবিরোধী কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি। দ্রুত সময়ের মধ্যে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি দিয়ে তাদের চাকুরিতে পুর্নবহাল করতে অন্তর্বর্ত্তী সরকারের কাছে দাবি জানান তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিডিআির কল্যান পরিষদের নাটোর প্রতিনিধি রাজু আহমেদ , বাগাতিপাড়া উপজেলার বিডিআর সদস্য আব্দুর রাজ্জাক, নলডাঙ্গা উপজেলার বিডিআর সদস্য আক্তার হোসেন, লালপুর উপজেলার বিডিআর সদস্য হাসান আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক সাদমান প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে জেলার চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।