বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

তিতাসের দুর্নীতি : অভিযানে ১৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেঙ্ক / ১০ দেখেছেন:
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

তিতাস গ্যাসের কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে সাভার ও গাজীপুরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১১ জানুয়ারি) দুদকের ঢাকা ও গাজীপুর জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযানে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়ায় ১৫০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার সাভার ও গাজীপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

দুদক সূত্রে জানা যায়, তিতাস গ্যাসের কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার সাভার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দুদক টিম সাভারের তিতাস গ্যাস অফিস হতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। সাভারের বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করে ১১০টির অধিক অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায় এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় সে সব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অন্যদিকে একই অভিযোগে দুদকের গাজীপুর অফিস থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট গাজীপুর সদরের উত্তর বিলাশপুর, চান্দনা চৌরাস্তা স্থানসমূহে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহযোগিতায় প্রায় ৪০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহণের জন্য তিতাস কর্তৃপক্ষ জানানো হয়।

উভয় অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলাসহ অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর