বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু

অনলাইন ডেঙ্ক / ৩ দেখেছেন:
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকাল থেকে নির্বাচন কমিশনের তথ্যসংগ্রহ কারীরা এই কাজ শুরু করেছেন। যাঁদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তাঁর আগে-এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করছেন তথ্য সংগ্রহকারীরা।

সোমবার সকালে  রাজশাহী মহানগরীর ২২ নং ওয়ার্ড সাগরপাড়া, টিকাপাড়া এলাকায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে দেখা গেছে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর (বিবি) হিন্দু একাডেমীর শিক্ষকদের।

তথ্য সংগ্রহকারী রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর (বিবি) হিন্দু একাডেমীর সহকারী শিক্ষক স্বপন কুমার মন্ডল বলেন, সকাল ৮টা থেকে ভোটার হালনাগাদের কাজ শুরু করে দিয়েছি এজন্য খুব ভালো লাগছে। আগামী ১৫ দিনের যে সময় দেওয়া আছে এর মধ্যে আশাকরা যায় আমরা আন্তরিক ভাবে কাজ সম্পন্ন করবো।

নতুন তথ্য সংগ্রকারী নায়েব হাসান রোকন বলেন, আমি এবার নতুন, নতুুন ভাবে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। নতুন ভোটারদেরদের মধ্যে খুব সাড়া পাচ্ছি।

নতুন ভোটার হওয়ার অনুভূতিতির কথা জানান রাজশাহী কলেজের দ্বাদশ শ্রেশীর শিক্ষার্থী ফাবিহা ইসমান ইফতিজা। তিনি বলেন, খুব শীর্ঘই আমার ১৮ বছর পূর্ণ হয়েছে। নতুন ভোটার হওয়ার বিষয়টি খুব আনন্দের। নির্বাচন কমিশন যে বাড়ী বাড়ী এসে তথ্য সংগ্রহ করছেন এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে।

২২ নং ওয়ার্ডের সুপারভাইজার অনল কুমার মন্ডল বলেন, প্রশিক্ষণ শেষে সোমবার (২০) জানুয়ারী থেকে নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। বিগত দিনেও কাজ করেছি। কোন সমস্যা হয়নি। আশা করা যায় এই কাজ সুুষ্টু ভাবেই হওয়ার আশা প্রকাশ করেন এই সুপারভাইজার।

২০ জানুয়ারি থেকে আগামী ৩ ফেব্রুয়ারি চলবে এ তথ্য সংগ্রহের কাজ। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর