বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

বিএনপির সদস্য পদ নবায়ন করলেন তারেক রহমানসহ জ্যেষ্ঠ নেতারা

অনলাইন ডেঙ্ক / ৩ দেখেছেন:
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বিএনপির সদস্য পদ নবায়ন করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার (২০ জানুয়ারি) ভার্চ্যুয়ালি নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান।

পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে মহাসচিব ও দলটির জ্যেষ্ঠ নেতারা সদস্য পদ নবায়নের ফরম পূরণ করেন। ২০ টাকা দিয়ে সবাই সদস্য পদ নবায়ন ফরম সংগ্রহ করেন। এবার ফরমের মূল্য বাড়ানো হয়েছে। আগে ছিল মাত্র ১০ টাকা।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সারাদেশে ৪১ লাখ সদস্য পদ নবায়নের টার্গেট দলটির। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা বক্তৃতা করেন।

এ সময় তারেক রহমান বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কেননা, আওয়ামী লীগ সরকার আমাদের লাখ লাখ নেতাকর্মীকে অবর্ণনীয় নির্যাতন, গুম, জুলুম করেও বিএনপি থেকে সরাতে পারেনি। লাখ লাখ এই মানুষগুলোকে আমরা আবারও একত্রিত ও ঐক্যবদ্ধ করতে চাই। সেজন্যই সদস্য পদ নবায়নের এই আনুষ্ঠানিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর