রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা আটক

অনলাইন ডেঙ্ক / ৩৯ দেখেছেন:
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টায় তাকে আটক করা হয়।

ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি চট্টগ্রাম-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা এবং প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নেভী কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার ও শাহজাদী সৈয়দা সায়েমা আহমেদের একমাত্র ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের ছেলে নিজামুল আলম ও সৈয়দা শারমিন আকতারের বড় মেয়ে সৈয়দা মাহবুবা হোসনে আরার বিয়ের অনুষ্ঠান চলছিল। একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত শতাধিক নেতাকর্মী নৌবাহিনী পরিচালিত ওই কনভেনশন সেন্টারে যান। প্রথমে তারা সেখানে ভোজে অংশ নেন। ঘন্টাখানেক পরে সেখানে আরও প্রায় শতাধিক নেতাকর্মী আসেন। কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ উপস্থিত হয়ে ফখরুল আনোয়ারকে তুলে নিয়ে যায়।

জানা গেছে, এ সময় সুযোগ বুঝে সাবেক মেয়র মনজুর আলম ঘটনাস্থল থেকে সরে পড়েন। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও।
বিশ্বইজতেমায় পাঁচ মুসল্লীর মৃত্যু

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং সদ্য সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিও ছিলেন। খাদিজাতুল সনি সম্পর্কে ফখরুল আনোয়ারের ভাতিজি।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, বিয়ের অনুষ্ঠানে ওই দুজনের কেউ ছিলেন না। তবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে অধিকাংশ সটকে পড়েন।

উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে, রাত দেড়টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকায় ‘আওয়ামী নেতাকে ছেড়ে দেওয়ার’ প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম নগর দক্ষিণ ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিল শেষে তারা সংক্ষিপ্ত সমাবেশে বলেন, আজকে পুলিশের মাধ্যমে আওয়ামী লীগে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগের দোসরদের স্থান হবে না এখানে। পুলিশ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিতে পারে না। যতক্ষণ ছাত্র হত্যার বিচার না হয় ততক্ষণ তারা এখানে স্থান পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর