সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করার প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের পেট্রোল পাম্প বন্ধ রেখেছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে বাঘাবাড়ি অফিসে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ি ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাংক লরি সমবায় সমিতির নেতৃবৃন্দ এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহনের পর বুধবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। এজন্য দুর্ভোগ পোহাচ্ছে গ্রাহক পর্যায়ের মানুষ।
রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব ওয়জুল হক জানান, গত ২৯ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ কোনো নোটিশ ছাড়াই বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করে অবৈধ ঘোষণা করে মাইকিং করে।
বিষয়টি নিয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করলেও নতুন করে উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি পেট্রোল পাম্প ভেঙ্গে দেয়া হয়েছে। অথচ সড়ক ও জনপথ বিভাগের কাছে থেকে বৈধভাবে লিজ নিয়ে ব্যবসা করে আসছে সবাই।
বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মকর্তা লিজের পরিবর্তে ঐ জায়গা কিনে নিতে বলছে। তেল ব্যবসায়ীরা জায়গা কিনে নিতে রাজি হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্কর্তারা জায়গা লিখে দিবে না বলে জানান। এই নিয়ে মতপার্থক্যের কারণে সড়ক ও জনপথ সম্পূর্ণ স্বেচ্ছাচারী ভাবে এ উচ্ছেদ অভিযান চালাচ্ছে।
অথচ এ নিয়ে হাইকোর্ট মামলাও চলমান রয়েছে। স্বেচ্ছাচারী ভাবে সড়ক ও জনপথ বিভাগের এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরাঞ্চলের সকল প্রকার তেল উত্তোলন ও বিপণন বন্ধ ঘোষণা করা হয়েছে।