মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
পরবর্তীত পরিস্থিতির পর আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মোহনপুরে শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি গাজীপুরে গাড়িতে হা’ম’লা’য় আ’হ’ত হাসনাত আবদুল্লাহ ভোটের ময়দানে নতুন সমীকরণ: বিএনপি-জামায়াতের প্রস্তুতি জোরদার রুয়েট কর্মকর্তা মামলার আসামি হিসেবে শিক্ষার্থীদের হাতে গ্রেপ্তার, পুলিশের কাছে হস্তান্তর জয়পুরহাটে আওয়ামী লীগ নি’ষি’দ্ধ ও বিচারের দাবীতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে দুই পশুর হাট ঘিরে উত্তেজনা, চরম দুর্ভোগে গরু ব্যবসায়ীরা জুলাই আন্দোলন শেষ হয়নি, বিরোধী শক্তি হামলার প্রস্তুতি নিচ্ছে: প্রেস সচিব মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া

রাজশাহী জেলা ডিবির অভিযানে যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী গ্রেপ্তার

অনলাইন ডেঙ্ক / ৪৩ দেখেছেন:
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

 রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য জানিয়েছেন।

মৌসুমী রহমান উপজেলা যুব মহিলা লীগের সভাপতি। এছাড়া তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মহিলা ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হন। গত সোমবার রাতে তিনি এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপর মৌসুমীকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি।

মৌসুমীর বাড়ি পুঠিয়া উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে পচামাড়িয়া গ্রামে। গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরে একটি কালভার্টের ওপর মৌসুমীর স্বামী অহিদুর রহমানকে (৪৫) মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়। অহিদুর আওয়ামী লীগের কোনো পদে নেই। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি নিজ বাড়িতে থেকে স্বাভাবিকভাবে চলাফেলা করছিলেন। তাকে ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলে করে পুলিশ।

সকালে অহিদুরকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরে বিকেলে তার বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়। উপজেলা যুবদলের একাংশ আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের বিরুদ্ধে ‘সাঁড়াশি অভিযান’ কর্মসূচি করে। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘রোড মার্চ পুঠিয়া টু পচামাড়িয়া’। উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার আল আমীন তার ফেসবুকের এক পোস্টে এই সাঁড়াশি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান।

হামলার সময় মৌসুমীর বাড়িতে কেউ ছিলেন না। ভাঙচুরের পর বাড়িতে নতুন তালা লাগানো হয়েছে। কে এই তালা লাগিয়েছে তা স্থানীয়রা বলতে পারেননি। বাড়ির টিনের দরজায় কুড়াল দিয়ে কোপ দেওয়ার চিহ্ন রয়েছে। জানালার থাই গ্লাস ভেঙে বাইরে পড়ে আছে। জানালা দিয়ে ভেতরে দেখা যায়, ঘরের ভাঙা সব জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে।

‘রোড মার্চ পুঠিয়া টু পচামাড়িয়া’ কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার বলেন, তারা ২০০ থেকে ২৫০টি মোটরসাইকেল নিয়ে অভিযানে গিয়েছিলেন, কিন্তু তারা মোটরসাইকেল থেকে নামেননি। মৌসুমী রহমানের বাড়িও তারা চেনেন না। এলাকায় ঘুরে তারা চলে এসেছেন বলে জানান।

বৃহস্পতিবার সকালে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ডিবি পুলিশ রাজশাহী থেকেই মৌসুমী রহমানকে গ্রেপ্তার করেছে। তাকে আমাদের কাছে হস্তান্তর করা হতে পারে। তখন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মৌসুমীর বাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। পুলিশ বাড়ি পরিদর্শন করেছে কি না জানতে চাইলে তিনি একই কথা বলেন।

পদ্মাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর