শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

রাবিতে চার হল ও এক স্কুলের নামফলক ভেঙে নতুন নামকরণ

অনলাইন ডেঙ্ক / ৪০ দেখেছেন:
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারটি আবাসিক হল ও শেখ রাসেল মডেল স্কুলের নামফলক ভেঙে নতুন নাম দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শুরু হওয়া কর্মসূচি রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জ্বোহা চত্ত্বরে এসে শেষ হয়।

নামফলক ভাঙচুর করা হলগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ও নির্মানাধীন হল এ এইচ এম কামারুজ্জামান হল।

কর্মসূচিতে ‘ফাসি ফাসি ফাসি চাই, খুনি হাসিনার ফাসি চাই’, ‘ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার সোনার বাংলায়, ছাত্রলীগের ঠায় নাই’সহ বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, রাত ৯টা বাজতেই দলে দলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নেয় এবং বিক্ষোভ মিছিল করে।পরবর্তীতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে উপস্থিত হয়। পরে তারা হলটির নামফলক, উদ্ভোদনী ফলকসহ শেখ মুজিবের চিহ্ন সম্বলিত স্থাপনাগুলো ভেঙে দেয়। এ সময় তারা হলটির নতুন নাম ‘বিজয় ২৪’ রাখেন।

পরে রাত পৌনে ৯টার দিকে তারা নির্মানাধীন এ এইচ এম কামারুজ্জামান হলেরও নামফলক ভেঙে ফেলেন। হলটির নতুন নাম দেয় ‘শহীদ রায়হান হল’। পর্যায়ক্রমে শেখ হাসিনা হলের নাম ভাঙচুর করে ফাতেমা আল-ফিহরিয়া ও শেখ ফজিলাতুন্নেছা হলের নাম ‘নবাব ফয়জুন্নেসা চৌধুরানী’ এবং আন্দোলনের শেষে শেখ রাসেল মডেল স্কুলের নামফলকও ভাঙচুর করে ‘রিয়াগোপ মডেল স্কুল।

কর্মসূচি বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক ফাহিম রেজা বলেন, আমার ভাইদের রক্তে রঞ্জিত রাজপথ শুকানোর আগেই খুনি হাসিনা পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা খুনি হাসিনার সাংস্কৃতিক বিচরণ মুছে ফেলতেই এ কর্মসূচি পালন করলাম।

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আজকে যা যা হয়েছে তার সাথে প্রশাসনের কোন সম্পৃক্ততা নেই। আর প্রশাসন যদি কোন হলের নাম পরিবর্তন ও করে সেটা সিন্ডিকেট মিটিং এ পাশ হয়ে তারপর পরিবর্তন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর