তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৬ জানুয়ারি) বিকেল ৪ টায় মন্ডতোষ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভা শুরু হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন কর্মী সভার উদ্বোধন করেন।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সন্ধ্যায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
এসময় তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলার মাটিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। বাংলার মাটি থেকে সকল অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। লুটেরাদের উৎখাত করতে হবে। যারা বিগত দিনে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে করার আহবান জানান।
ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নায়েব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল আজিজ ও যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা ও আলতাব হোসেন খান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ূন কবির,উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন ও সদস্য সচিব লিখন সরকার প্রমুখ।