রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ স্কাউটসের পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে আত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এতে ৫০টি ইউনিট, মোট ৩০০ জন, ইউনিট প্রধান ৫০ জন, কর্মকর্তা ৫০ জন নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে সমাপনী অনুষ্ঠান ও মহা তাঁবু জালসা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। আর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম মাহমুদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও ক্যাম্প চীফ আয়শা সিদ্দিকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার কে.এ.এম মাহবুব হাসান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী মোল্লাহ, ডেপুটি ক্যাম্প চীফ (সার্বিক) আব্দুর রাজ্জাক সরকার, প্রোগ্রাম চীফ রেজাউল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম চীফ সহকারি শিক্ষক নেসার আহমেদ তুহিন, প্রধান শিক্ষক এম.এ কাইউম, আব্দুল আলিম শেখ, নুরে আলম সিদ্দিকী মুকুল, বাবুল আক্তার, আ.সা.ম আখতারুজ্জামান রানা, স্বপন কুমার সরকার প্রমুখ।