রাবিতে অনলাইন ভর্তির আবেদনের কার্যক্রম স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার। তবে কেন স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
প্রফেসর আখতার হোসেন মজুমদার তার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির ১(ক)- এ উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরুর হওয়ার কথা ছিল। রোববার দুপুর ১২টা থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রাথমিকভাবে ৫৫ টাকা ফি দিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারতেন বলে প্রশাসক জানান