নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে প্রতিহত করতে রাজশাহী নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল। শনিবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। এতে নগরীর বিভিন্ন থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজপাড়া থানা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব হোসেন শুভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রায়হান ইসলাম রুদ্র, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিক জামিল অর্ক, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিব,রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাকাফুল ইসলাম সৈকত, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা আকতারুল ইসলাম আপন, সাদকাতুর রহমান জিদান, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন,সহ-সভাপতি রফিকুল ইসলাম রাসু, সোহেল খান, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা মাহি, মারুফ ইসলাম, নাঈম ইসলাম, তন্ময়, তৌফিক, জুবায়ের, ফাহিম, রাহাত, সোহান, ইফাদ, মুয়িত, অমি, কাউরসহ নেতৃবৃন্দ।