লালপুরে আওয়ামী লীগ সমর্থকদের তিন বাড়িতে ভাঙচুর, আহত ৫
লালপুর (নাটোর) : নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুরে আওয়ামী সমর্থক তিনটি বাড়িতে হামলা করে ব্যপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্তত: ৫ জন আহত হয়েছেন। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগ কর্মী ছাব্বির হোসেন জয় এর ফেসবুক আইডিতে করা একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপি’র লোকজন শনিবার রাতে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের।
স্থানীয়রা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের মনোগ্রাম ব্যবহার করে ছাত্র লীগ কর্মী ছাব্বির হোসেন জয় একটি স্ট্যাটাস দিলে শনিবার ৮টার দিকে কয়েক জন যুবক তাকে রঘুনাথপুর বাজারে ডেকে নিয়ে মারপিট করতে থাকে। এসময় বাজারের লোকজন হামলাকারী যুবকদের মধ্যে ছাত্রদল কর্মী সোহাগকে ধরে মারধর করে। পরে রাত ৮টার দিকে লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগ কর্মী আবুবকর, আরাফাত আলী সেন্টু ও আব্দুল মান্নানের বাড়িতে হামলা চালানো হয়। এসময় আব্দুল মান্নান (৭০), মান্নান এর পুত্র সোহাগ (৪০) সোহাগের পুত্র জয় (২৫), জিহাদ (৩০) ও ছাত্রদল কর্মী সাগর (২২) আহত হয়েছেন। বিএনপি সমর্থকরা আওয়ামী লীগ কর্মী আবুবকর, আরাফাত আলী সেন্টু ও আব্দুল মান্নানের বাড়িতে হামলা করে ভাংচুর করে।
আওয়ামী লীগ কর্মী আরাফাত আলী সেন্টুর ছেলে আকাশ জানান, তার ব্যবহৃত মোটর সাইকেল, তিনটি বসত ঘরের টিভি, ফ্রিজ ও রান্না ঘরের সব জিনিষ পত্র ভাঙচুর করা হয়েছে। এছাড়া একটি টিনের ড্রামে থাকা নগদ দেড় লক্ষ টাকা নিয়ে গেছে হামলাকারীরা।
আবদুল মান্নান জানান, হামলাকারীরা তার একটি ঘরের আসবাবপত্র ও জানালা দরজা ভাঙচুর করেছে। তারা ওই সময় ২ রাউন্ড ফাঁকাগুলি করেছে। তিনি পিস্তলের একটি গুলির খোসা পেয়েছেন বলে জানান। বিকেল ৪.৩০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
লালপুর থানার ওসি নুরুজ্জামান জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।