বাগমারায় ইউপি প্রশাসককে আটকে রেখে লাঞ্ছিত, বিএনপি নেতা গ্রেপ্তার
রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্ব নিতে যাওয়া প্রশাসককে আটকে রেখে লাঞ্ছিত করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এর প্রতিবাদ করায় আজাহার আলী নামের এক ইউপি সদস্যকেও পিটিয়ে জখম করে তারা। খবর পেয়ে স্থানীয় লোকজন আসলে তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ হয়। এতে আরও অন্তত পাঁচজন আহত হন আজাহার আলীসহ আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলার নরদাশ ইউনিয়ন পরিষদে লাঞ্ছিতের শিকার ইউপি প্রশাসকের নাম তাজরুল ইসলাম মিলন। তিনি বাগমারা উপজেলা আইসিটি কর্মকর্তা। সোমবার বেলা ১১টার দিকে প্রশাসকের দায়িত্ব নিয়ে গিয়ে লাঞ্ছিত হন তিনি। এ ঘটনায় ওই ইউপির সদস্য এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। পরে তিনি চেয়ারম্যান পদ থেকে বরখান্ত হন। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান ইউপি সদস্য রফিকুল ইসলাম।
আজাহার আলী বলেন, সব বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়ার কারণে কিছু দিনের মধ্যে অন্যান্য ইউপি সদস্যদের সাথে রফিকুল ইসলামের বিরোধ বাধে। পরে রফিকুলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগের জন্য নয়জন ইউপি সদস্য রাজশাহী জেলা প্রশাসক বরাবর আবেদন করে। সে আবেদনের প্রেক্ষিতে গত বৃহ্পতিবার রফিকুল ইসলামকে দায়ীত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং প্রসাশক হিসেবে উপজেলা আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম মিলন নিয়োগ পান।