রাজশাহীতে সাত দফা দাবিতে লিফলেট বিতরণ
জুলাই এর প্ররণা, দিতে হবে ঘোষনা এই স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ৭ দফা দাবি জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে ।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে লিফলেট বিতরণ শুরু করে মনিচত্তর,মাস্টার পাড়া কাচাবাজার, সোনাদিঘী মোড়সহ গুরুত্বপূর্ণ সকল সড়কে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য মুনিরা শারমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ দুই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।
সাত দফা সংবলিত লিফলেট বলা হয়েছে :
১. জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে
২. অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে
৩. ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে
৪. ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে।
৫. ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে যোগসূত্র রেখে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে
৬. নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে
৭. জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।