বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

রাজশাহী নগরের ৭ থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা

অনলাইন ডেঙ্ক / ৭ দেখেছেন:
আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

: রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। সাতটি কমিটিতে আহবায়ক ও সদস্য সচিবসহ রাখা হয়েছে ৩৫ জনকে।

ঘোষিত কমিটি অনুযায়ী বোয়ালিয়া থানা (পূর্ব) শাখার আহবায়ক মনোনিত হয়েছেন আশরাফুল ইসলাম নিপু। সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্য সচিব মনোনিত হয়েছেন আলাউদ্দিন।

অপরদিকে, বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহবায়ক হয়েছেন শামশুল হোসেন মিলু। সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে শরিফ আলীকে। আর সদস্য সচিব হয়েছেন বজলুজ্জামান মহন।

নগরীর মতিহার থানায় আহবায়ক মনোনিত হয়েছেন একরাম আলী। আর সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে ইফতিয়ার মাহমুদ বাবুকে। আর সদস্য সচিব হয়েছেন আল মুমন বাবু।

রাজপাড়া থনার বিএনপির আহবায়ক হয়েছেন মিজানুর রহমান মিজান। আর সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ উল হাসান লিটন এবং সদস্য সচিব করা হয়েছে আমিনুল ইসলামকে।

অন্যদিকে, শাহমুখদুম থানা বিএনপির নতুন কমিটির আহবায়ক মনোনিত হয়েছেন সুমন সরদার। এ থানায় সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন জাহিদ হাসান এবং সদস্য সচিব মনোনিত হয়েছেন নাসিম খান।

চন্দ্রিমা থানার নতুন কমিটির আহবায়ক হয়েছেন ফাইজুল হক ফাহি। এ থানা বিএনপির নতুন সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন টিপু সুলতান এবং সদস্য সচিব মনোনিত হয়েছেন মনিরুল ইসলাম জনি।

এছাড়াও কাশিয়াডাঙ্গ থানা বিএনপির নতুন কমিটির আহবায়ক মনোনিত হয়েছেন মাইনুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে আবু আলম খান উজ্জালকে। আর সদস্য সচিব মনোনিত হয়েছেন মজিউল আহসান হিমেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর