বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

অনলাইন ডেঙ্ক / ৯ দেখেছেন:
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

আগামী ১৮ জানুয়ারী রাজশাহীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরের শিরোইলে রাজশাহী মহানগরী ও জেলার ইউনিয়ন এবং ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিদের নিয়ে নগর জামায়াতের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী কর্মী সম্মেলন সফল করতে দায়িত্বশীলদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, এই সম্মেলনে সকল নেতাকর্মী যেন সুশৃঙ্খল ও সুন্দরভাবে অংশ নিতে পারে সেই দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে।

সম্মেলনের সফলতা কামনা করে নেতাদের উদ্দেশ্যে জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, আগামী ১৮ জানুয়ারী রাজশাহী জেলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগরীর উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন সফল করতে আপনাদেরকে নিরলস পরিশ্রম করতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা বলেন, দীর্ঘ ১৪ বছরের বেশী সময়ের পর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। এই আমেজের সফল রুপ দিতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, সাংগঠনিক সেক্রেটারী জসিম উদ্দিন সরকার, যুব সেক্রেটারী সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি রাজশাহী জেলা ও মহানগরীর ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর