পবায় ক্যাবের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
পবায় ক্যাবের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
১২ জানুয়ারি, ২০২৫
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কনকনে হাড় কাঁপানো তীব্র শীতে গরমের উষ্ণতা দিতে খেটে খাওয়া দিন মজুর ও শীতার্ত মানুষের মাঝে ক্যাব পবা উপজেলা শাখার আয়োজনে পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই লক্ষ্যে শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ক্যাব পবা উপজেলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান।
এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার (সাবেক) মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, পবা ক্যাবের সহ-সভাপতি মোজাফফর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এয়ারপোর্ট থানার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান,পবা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহবুব, সাংবাদিক জাহিদ হাসান পলাশ, ক্যাবের রাজশাহী ইয়ুথ গ্রুপের সভাপতি জুলফিকার আলী , জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন। আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব ও ক্যাব পবা উপজেলা শাখার সদস্যবৃন্দ।