শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন, ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, সাইমুম সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা।
সভায় ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে নানান পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. আজাহার আলী।
এ সময় তিনি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করারও সুযোগ করে দিতে হবে। এছাড়া খেলোয়াড়দের জন্য স্থানীয়ভাবে ফান্ড গঠনের অনুরোধ জানিয়ে খেলার মান উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্মদের উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন তিনি। এর আগে তিনি স্টেডিয়ামের বিভিন্ন দিক ঘুরে দেখেন।